শাহরুখ খানের নতুন ছবি জওয়ান। আর কয়েক দিন বাদেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে নয়নতারাকে। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন শাহরুখ খান।
নয়ন তারার প্রেমে পড়েছেন কি না এক কমেন্টে জানতে চাইলে শাহরুখ উত্তরে বলেন, না, নয়নতারা দুই সন্তানের মা।
শাহরুখ খানের এমন উত্তর দেখে বেশ মজা পেয়েছেন ভক্তরা। এই উত্তরের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন।
বর্তমানে ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কথা বলে থাকেন শাহরুখ খান। #Uskmeanything-এ তাই নিয়ম মেনেই হাজির হন তিনি। আর ভক্তদের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত শাহরুখ খান চেষ্টা করলেন যতটা সম্ভব প্রশ্ন দেওয়ার। আর এসব উত্তর দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়।
জওয়ান ছবিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যাবে নয়নতারাকে। ছবিতে এক বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।