ইনস্টাগ্রাম থেকে আয়ের হিসাব সত্য নয়- জানালেন কোহলি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে সর্বাধিক আয় করা ক্রিকেটারদের একজন হলেন বিরাট কোহলি। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য বিরাট কোহলি পান ১৪ কোটি রুপি। এবার কোহলি নিজেই জানালেন, এ তথ্যটা একদমই সঠিক নয়।

টুইটারে কোহলি লিখেছেন, ‘জীবনে আমি যা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞ।

কিন্তু সোশ্যাল সাইট থেকে আমার আয়ের যে তথ্য উঠে এসেছে, সেটা সত্যি নয়।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তি থেকে সাত কোটি রুপি পান কোহলি। অর্থাৎ একটি পোস্ট করে বোর্ডের থেকে আয়ের দ্বিগুণ অর্থ তিনি আয় করেন বলে জানা গিয়েছিল। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন কোহলি।

এর আগে কিছু গণমাধ্যম জানিয়েছিল, ভারতীয়দের মাঝে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় কোহলির। দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।

LEAVE A REPLY