ফরীদি থেকে নিরব, নায়কদের নিয়ে যা বললেন ঋতুপর্ণা

টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন দুই বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ— সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে। সেই অভিনেত্রী কাজের সূত্রেই এখন অবস্থান করছেন ঢাকায়। 

সোমবার অংশ নেবেন অনন্য মামুনের ‘স্পর্শ’ সিনেমার ইউনিটে। এতে ঋতুর নায়ক নিরব হোসাইন। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগের দিন সন্ধ্যায় (১২ আগস্ট) রাজধানীর একটি ক্লাবে আড্ডায় অংশ নেন। সেখানে বর্তমান নায়ক নিরব ও সাবেক প্রসেনজিৎ প্রসঙ্গে নানা বিস্তর আলোচনা করেন।    

ঋতু বলেন, যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

নির্মাতা জানান, যৌথ প্রযোজনার ছবিটির শেষ লটের শুটিং শুরু হবে ১৩ আগস্ট; মানে রাত পোহালেই। শেষ করে ১৭ তারিখ কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা। এর পর সম্পাদনা ও দুই দেশে মুক্তির পরিকল্পনা।

নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।

প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। 

নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনো নাম ঠিক হয়নি, তবে নির্মাণের প্রক্রিয়া চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি। 

LEAVE A REPLY