বয়স জিজ্ঞেস করতেই রেগে গেলেন ঋতুপর্ণা!

ঋতুপর্ণা

রবিবার থেকে ঢাকায় ‘স্পর্শ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন ঋতুপর্ণা। এতে তার নায়ক নিরব। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার আগে  শনিবার রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেন ঋতুপর্ণা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নানা প্রশ্নের জবাব দেন এ অভিনেত্রী। 

৫২ বছর বয়সেও আপনি ফিটনেস ধরে রেখেছেন কিভাবে? এক সাংবাদিকের করা এমন প্রশ্নে রেগে যান অভিনেত্রী। রেগে গিয়ে বলেন, ‘এটা বলার কি খুব দরকার? নায়িকাদের এ প্রশ্ন কখনো করতে নেই। আর ওই বয়সটা এখনো হয়নি আমার, যেটা আপনি বলছেন।

ঋতু বলেন, “যতবার ঢাকায় আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি। এবার এসেছি ‘স্পর্শ’ সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।

নিরব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘খুব ভালো অভিনয় করে নিরব। সামনে আরো ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।’

প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা।

অনেক বছর পর সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে।’

LEAVE A REPLY