কাউন্টিতে গেলেই সেঞ্চুরি, জাতীয় দলে ব্যর্থ; তবু হাল ছাড়তে নারাজ পূজারা

ইংলিশ কাউন্টিতে খেলতে নামলেই রানের বন্যা বইয়ে দেন চেতেশ্বর পূজারা। কিন্তু জাতীয় দলে বারবার ব্যর্থ হচ্ছেন। বাদ পড়েছেন দল থেকে। তার জায়গায় সুযোগ পেয়ে যশস্বী জয়সওয়াল ভালো করছেন।

তবু আশা ছাড়তে রাজি নন ভারতের এই অভিজ্ঞ টেস্ট স্পেশালিস্ট ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করে তিনি ফের ভারতীয় দলে ফিরতে চান।

সাসেক্সের হয়ে ওয়ানডে লিগে গত শুক্রবার পূজারা খেলেছেন ১১৩ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস। তিনি বলেছেন, ‘আমি যেগুলো করতে পারি, সেগুলো সব সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।

যেমন ম্যাচে যত বেশি সম্ভব রান করার চেষ্টা করি। নিজেকে একটা প্রক্রিয়ার মধ্যে রাখার চেষ্টা করি। প্রথম শ্রেণির ক্রিকেটে রান করতে পারলে ভারতীয় দলে ফিরতেই পারি। প্রতিটি ম্যাচে আমার লক্ষ্য থাকবে যত বেশি সময় সম্ভব উইকেটে থাকা।

প্রতিটি ম্যাচ ধরে ভাবতে চাই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েন পুজারা। এই একটা ফরম্যাটেই তিনি জাতীয় দলে সুযোগ পান। অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ভারতীয় দলের সূচিতে আপাতত কোনো টেস্ট ম্যাচ নেই। তাই আগামী ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকেই পাখির চোখ করছেন পূজারা, ‘আগামী তিন মাস আমাদের সূচিতে কোনো টেস্ট নেই।

পরের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা সফরে। তাই বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। পাশাপাশি, রানও করতে হবে।’

LEAVE A REPLY