ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার
অক্ষয় কুমার ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন, যিনি বছরের পর বছর ধরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে বিনোদন দিয়েছেন। এমনকি সর্বাধিক দেশাত্মবোধক চলচ্চিত্রও উপহার দিয়েছেন ভারতীয় দর্শকদের। অভিনয় জীবন ছাড়া ব্যক্তিজীবনেও দারুণ প্রশংসিত মানুষ অক্ষয়। প্রায়ই ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে।
এ ছাড়াও ভারতীয় সেনা ও পুলিশের বিভিন্ন প্রয়োজনে একাধিকবার পাশেও দাঁড়িয়েছেন। বিশ্বজুড়ে বিনোদন জগতে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তবে সর্বদা হিট অ্যান্ড ফিট এই তারকার একটি আক্ষেপ বরাবরই তাকে কষ্ট দিয়েছে। সেটি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব না থাকার আক্ষেপ।
তুমুল জনপ্রিয় অক্ষয় কুমারকে প্রায়ই ব্যঙ্গ-বিদ্রুপ করা হয় কানাডিয়ান নাগরিক হিসেবে। নেটিজেনরা তাকে বছরের পর বছর ধরে কানাডিয়ান কুমার বলে বিদ্রুপ করে আসছে। তবে এবার সেই রাস্তা বন্ধ করে দিল ভারত সরকার। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার এখন আনুষ্ঠানিকভাবে একজন ভারতীয়।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খিলাড়ি ১৫ আগস্ট তার ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এই সুসংবাদটি বিশ্ববাসীকে জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাগরিকত্বের কাগজপত্র শেয়ার করেন। তিনি তার ভারতীয় নাগরিকত্বের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মন আর নাগরিকত্ব, দুইটাই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ!’
এর আগে অক্ষয় বলেছিলেন, তিনি ২০১৯ সালে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কভিড মহামারির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে। অবশেষে স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তেই অক্ষয়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
কয়েক বছর আগে ব্যক্তিগত কিছু কারণে কানাডিয়ান নাগরিকত্ব বেছে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানা যায়, একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় ভারত ছাড়ার ইচ্ছায় কানাডায় কাজ খুঁজতে থাকেন অক্ষয়। এক বন্ধুর সহায়তায় কানাডায় যান অক্ষয়। সেখানকার পাসপোর্ট এবং নাগরিকত্ব পান। তবে এর পরই দুটি সিনেমা পরপর হিট হয়ে যায় অক্ষয়ের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে ভারতীয় নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়টি তাকে ভাবায়নি। গত এক দশকে তিনি ভারতের সর্বোচ্চ করদাতার মধ্যে রয়েছেন। তবে কানাডিয়ান নাগরিকত্ব তাকে সামাজিক মাধ্যমে বছরের পর বছর ধরে কটূক্তি এবং ঘৃণার মুখোমুখি করেছে। অবশেষে এখন তিনি কাগজে-কলমে একজন ভারতীয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের আলোচিত চলচ্চিত্র ‘ও মাই গড ২’। সিনেমাটি বক্স অফিসে ‘গাদার ২’ এবং ‘জেলার’-এর সাথে পাল্লা দিয়ে ভালো আয় করছে। দর্শক মহলেও প্রশংসিত হচ্ছে। এতে অক্ষয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।
সূত্র : পিংকভিলা