নেটফ্লিক্সে আসছে ডোয়েইন জনসনের ‘বলার্স’

ডোয়েইন জনসন

সময়ের অন্যতম জনপ্রিয় হলিউড তারকা ডোয়েইন জনসনের স্পোর্টস ড্রামা সিরিজ ‘বলার্স’ এবার নেটফ্লিক্সে আসছে। এতে ডোয়েইন জনসন একজন অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবলারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি মায়ামিতে স্পোর্টস এজেন্ট হিসেবে সফল ক্যারিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

‘বলার্স’ স্পেনসার স্ট্রাসমোরের (জনসন) গল্পে নির্মিত হয়েছে যিনি একজন অবসরপ্রাপ্ত মিয়ামি ডলফিন খেলোয়াড় এবং বর্তমানে ক্রীড়া প্রতিনিধিত্ব করেন। এক পর্যায়ে তিনি ক্রীড়া জগতের সবচেয়ে বড় নামগুলোর বিরুদ্ধে লড়াই করে বসেন, শুধু তার চটকদার ক্যারিশমার ওপর নির্ভর করে।

সিরিজটির প্লট ক্রীড়া, দল, মারামারি এবং ক্যারিয়ারের সমালোচনামূলক সিদ্ধান্তের পটভূমিতে সেট করা হয়েছে!

1

এইচবিওর জনপ্রিয় সিরিজটি নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে যাচ্ছে এবার। নেটফ্লিক্স ইতিমধ্যে সিরিজটির পাঁচটি সিজনের প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে। ১৫ আগস্ট নেটফ্লিক্সে ব্যালারের ১ থেকে ৫ সিজন পর্যন্ত প্রিমিয়ার হবে। ‘বলার্স’-এ জনসনের সাথে আরো রয়েছেন রব কর্ড্রি, ওমর মিলার, জন ডেভিড ওয়াশিংটন (একজন বাস্তব জীবনের ফুটবল খেলোয়াড়), ডোনোভান ডব্লিউ কার্টার, ট্রয় গ্যারিটি, লন্ডন ব্রাউন, জ্যাজমিন সাইমন, এরিয়েল কেবেল, ব্রিটানি এস হলসহ অনেকে।

রেসলিংয়ের মতো জনপ্রিয় ক্রীড়ার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন ডোয়েইন জনসন। রেসলিং জগতে তিনি ‘দ্য রক’ নামেই পরিচিত ছিলেন। এরপর অভিনয় জীবনে পা বাড়ান জনসন। তিনি কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ব্যক্তিত্ব।

বর্তমানে তিনি বিশ্বের সেরা অভিনেতাদের একজন। এ ছাড়াও ধনী অভিনেতা হিসেবে পরিচিত সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যেও অন্যতম জনসন। তিনি এতটাই জনপ্রিয় যে আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচন করতেও ইচ্ছুক।

সূত্র : পিংকভিলা

LEAVE A REPLY