মেসির চোট নিয়ে যা জানালেন মিয়ামি কোচ

নতুন ক্লাবে যোগ দেওয়ার অল্প সময় পরই চোট পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। গতকাল সোমবার ইন্টার মিয়ামির অনুশীলনে তিনি চোট পান বলে জানা গেছে। এর পর থেকেই বাংলাদেশ সময় বুধবার ভোরে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিতে মেসির খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো সবাইকে আশ্বস্ত করেছেন।

সবাই স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই।’

মিয়ামির হয়ে পাঁচটি ম্যাচ খেলে প্রতিটিতেই গোল করেছেন মেসি। এখন পর্যন্ত ৮ গোল করে ফেলেছেন পাঁচ ম্যাচে।

মেসি যোগ দেওয়ার পর থেকে সব ম্যাচই জিতেছে মিয়ামি। গতবার তারা এমএসএল চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছিল। এবারের লিগে দলের লক্ষ্য নিয়ে মার্তিনো বলেছেন, ‘ফুটবলাররা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গতবার ওরা ফাইনাল খেলেছে।

এবার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।’

LEAVE A REPLY