সিনেমা হলে ফেরা ও ভারতীয় সিনেমাকে বক্স অফিসে সফল করার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’ এবং সানি দেওলের ‘গাদার ২’ সিনেমা দুটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। একই দিনে মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটির সঙ্গে দক্ষিণের আরেক সুপারস্টার রজনীকান্তর ‘জেলার’ ও চিরঞ্জীবির ‘ভোলা শঙ্কর’ও সিনেমা হলে ঝড় তুলেছে। ফলে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক দর্শকের ঢল নেমেছে সিনেমা হলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) অক্ষয় কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ‘ও মাই গড ২’ এবং সানি দেওলের ‘গাদার ২’ উভয়ের জন্য উৎসর্গ করা একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করে তিনি উভয় চলচ্চিত্রের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। সিনেমা দুটি ১১ আগস্ট মুক্তি পাওয়ার পর স্বাধীনতা দিবসের ছুটিসহ ইতিমধ্যে চলচ্চিত্র ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ সপ্তাহ’ হয়ে উঠেছে ভারতীয় বক্স অফিসে।
অক্ষয় কুমার ‘ও মাই গড ২’ এবং ‘গাদার ২’-এর মধ্যে সংঘর্ষকে ‘ওহ মাই গাদার’ নাম দিয়েছেন।
তারপর তিনি দর্শকদের ধন্যবাদ জানান দুটি সিনেমাই বক্স অফিসে সুচারুভাবে চলতে দেওয়ার জন্য। তিনি ‘ও মাই গড ২’-এর ইতিবাচক পর্যালোচনা এবং বক্স অফিসে আয়ের মন্টেজ প্রদর্শন করে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির অডিওতে অক্ষয়কে ‘গাদার ২’-এর জনপ্রিয় রোমান্টিক গান ‘উড় জা কালে কাভা’ গাইতে দেখা গেছে। এটি তার সিনেমা ‘ও মাই গড ২’-এর একটি দৃশ্য, যা তিনি ভিডিওর সঙ্গে যুক্ত করেছেন।
ভিডিওটি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, ‘ওহ মাই গাদার’-এর জন্য সমস্ত ভালোবাসা এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আমাদের সেরা সপ্তাহ দেওয়ার জন্য আমাদের দর্শকদের একটি বড় ধন্যবাদ! ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই।
স্বাধীনতা দিবসে ৫৫ কোটি আয়ের পর বুধবার (১৭ আগস্ট) ‘গাদার ২’-এর আয় কমে গেলেও ইতিমধ্যে সিনেমাটি ২৫০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। এটি শিগগিরই ৩০০ কোটির অঙ্কও অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’ বুধবার ৭.৭৫ কোটি আয় করেছে। ভারতে সিনেমাটির মোট আয় ৮০ কোটি রুপি এবং এই সপ্তাহান্তে ১০০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র : পিংকভিলা