সেলিম আল-দীনের ৭৪তম জন্মবার্ষিকী আজ

বাংলা নাট্য আন্দোলনের অগ্রপথিক এবং এ দেশে নতুন নাট্যরীতির প্রবর্তক সেলিম আল-দীনের ৭৪তম জন্মবার্ষিকী শুক্রবার। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা নাটকের এ প্রবাদপুরুষ। তিনি ঐতিহ্যবাহী বাংলা নাটকের বিষয় ও আঙ্গিক নিজ নাটকে প্রয়োগ করেছেন।

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল-দীন ১৯৮১-৮২ সালে নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সঙ্গী করে গড়েন গ্রাম থিয়েটার।

তাঁর প্রথম রেডিও নাটক ‘বিপরীত তমসায়’। মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন হয় ১৯৭২ সালে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে যেসব মানুষের অবদান সবচেয়ে বেশি ছিল, তাঁদের একজন সেলিম আল-দীন। বিভিন্ন উৎসবের মূল বাণী ঠিক করে দেওয়া, অনুষ্ঠান বেঁধে গান তৈরি করাসহ সবই করতেন তিনি।

সেলিম আল-দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শিরোনামে আজ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। তিনি এ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সেলিম আল-দীন জন্মজয়ন্তী উদযাপন কমিটি ২০২৩-এর আহ্বায়ক মহিবুর রৌফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবন প্রাঙ্গণে নাটকের গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টায় হবে আনন্দ শোভাযাত্রা ও সেলিম আল-দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ।

শোভাযাত্রার উদ্বোধক ও প্রধান অতিথি জাবি উপাচার্য মো. নূরুল আলম।
সকাল ১১টায় ‘সেলিম আল-দীনের কথানাট্য চাকা : মঞ্চে ও চলচ্চিত্রে’ শিরোনামে সেমিনার হবে পুরনো কলা ভবনের সেট ল্যাবে। সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ফাহমিদা আক্তার। আলোচক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, কামালউদ্দিন কবির।

একই স্থানে বিকেল ৩টায় ‘চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রদর্শনী’।

এরপর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে সেলিম আল দীনের জন্মজয়ন্তী।

সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকজয়ী এই নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকায় মারা যান। জাবি ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়।

সেলিম আল-দীন সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক পাস করেন ১৯৬৪ সালে। উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৬৬ সালে ফেনী কলেজ থেকে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষের পর তিনি ঢাবি ছেড়ে দেন। টাঙ্গাইলের সাদত কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাবি থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৫ সালে জাবি থেকে পিএইচডি ডিগ্রি পান। ১৯৭৪ সালে জাবির বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

LEAVE A REPLY