সমালোচনার মুখে পিসিবির ভিডিওতে ফেরানো হলো ইমরানকে

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাবন্দি। রাজনৈতিক কারণে প্রতিপক্ষরা তাকে জেলে ভরেছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডে রাজনীতির প্রভাব থাকবে না- এটা তো হতেই পারে না। তাই গত ১৪ আগস্ট পাকিস্তানের কথিত স্বাধীনতা দিবসে প্রকাশিত পিসিবির ভিডিওতে ছিলেন না ইমরান খান।

২ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিও পাকিস্তান ক্রিকেটের নানা বাঁকবদল, গুরুত্বপূর্ণ ঘটনা দেখানোর পাশাপাশি অনেক ক্রিকেটারকে দেখা গেছে। কিন্তু পাকিস্তানের তথা ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক ইমরানের মতো মহা গুরুত্বপূর্ণ একজন জায়গা না পাওয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম তো ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেন পিসিবিকে। প্রবল সমালোচনার মুখে শেষ পর্যন্ত পিসিবি ভিডিও মুছে ফেলতে বাধ্য হয়েছে।

গতকাল বুধবার নতুন একটি ভিডিও পোস্ট করেছে পিসিবি। যেটার দৈর্ঘ্য ২ মিনিট ৩৫ সেকেন্ড। নতুন এই ভিডিওতে বেশ গুরুত্ব পেয়েছেন ইমরান। আগের ভিডিওর ব্যখ্যায় পিসিবি বলেছে, ‘২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পথে এগিয়ে যেতে পিসিবি একটি প্রচারণামূলক পদক্ষেপ নিয়েছে।

গত ১৪ অগাস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের কারণে ভিডিও সংক্ষেপিত করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। ভিডিওর পরিপূর্ণ সংস্করণে সেটি সংশোধন করা হয়েছে।’

LEAVE A REPLY