মিয়ামির যানজট নিয়ে মুখ খুললেন মেসি

পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসিকে ড্রাইভিং সিটে দেখা গেছে বেশ কয়েকবার। কখনো পাপারাজ্জি, আবার কখনো ভক্তদের ক্যামেরায় বন্দি হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। নিজে গাড়ি চালিয়ে সুপার মার্কেটে গিয়ে গৃহস্থালীর কেনাকাটাও করছেন। মিয়ামিতে মাসখানেক কাটানোর পর শহরটির রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন মেসি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণের শহর মিয়ামি আয়তনে বেশ বড়। তাই স্বাভাবিকভাবেই সেখানকার রাস্তাঘাটে গাড়ির চাপ থাকে প্রবল। মিয়ামি মেসির জন্য নতুন কোনো জায়গা নয়। ক্লাবটিতে যোগ দেওয়ার আগে বহুবার তিনি সেখানে গিয়েছেন পরিবার নিয়ে ছুটি কাটাতে কিংবা প্রীতি ম্যাচ খেলতে।

সেখানে অনেক ল্যাটিন আমেরিকান বাস করেন। তাই মিয়ামিতে অনেকটা নিজ দেশের অনুভূতি পান মেসি।

‘মায়ামি হেরাল্ড’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বহুল পরিচিত এই শহরের রাস্তাঘাটের অবস্থা নিয়ে মেসি বলেছেন, ‘বড় শহরে যানজট লেগে থাকবে, এটাই স্বাভাবিক। প্যারিসেও যানজটের মধ্যে পড়তে হয়েছে।

বুয়েনস এইরেস এবং বার্সেলোনাতেও তাই। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে হবে। ধৈর্যও থাকতে হবে। অস্থির হলে চলবে না।’

LEAVE A REPLY