আলিয়া ভাট ও শাহরুখ খান
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডিয়ার জিন্দেগি’তে একসঙ্গে কাজ করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও আলিয়া ভাট। সিনেমাটিতে আলিয়ার পরামর্শক হিসাবে দেখা গিয়েছিল কিং খানকে। তাই রোমান্টিক জুটি হিসাবে দর্শক তাদের পর্দায় দেখেনি। তবে এবার প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা গেল শাহরুখ-আলিয়াকে।
একটি ফ্যাব্রিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে জুটি হয়ে পর্দায় হাজির হয়েছেন দুজন।
পরিচালক ভাসান বালার পরিচালনায় ৭ বছর পর একফ্রেমে দেখা গেল দুই তারকাকে। বিজ্ঞাপনের শুরুতেই অ্যাকশন অবতারে যায় শাহরুখ খানকে। পরনে নীল রঙের স্যুট।
মার্শাল আর্ট জানা কিছু গুণ্ডাকে পেটাচ্ছেন তিনি। আর মারার তাদের কেউ সোফার উপরে পড়লে শাহরুখের কণ্ঠে শোনা যায়, ‘সোফা নোংরা করবে না। জুতা পরে এর উপরে উঠবে না।’ কিন্তু সোফার প্রতি শাহরুখের এমন পরিচ্ছন্নতা দেখে বাকী গুণ্ডারা সোফার উপরে উঠেই লাফাতে শুরু করে।
তখনই হলুদ গাউনে দেখা যায় আলিয়াকে। শান্ত গলায় তিনি শাহরুখকে জানান, সোফা নোংরা হলেও সমস্যা নেই। কারণ জুতার দাগ উঠবে নিমিষেই। এরপর গুণ্ডাদের তাড়ানোর জন্য শাহরুখকে ইঙ্গিত করেন আলিয়া। জলদি সবাইকে মেরে বাইরে ফেলেন শাহরুখ খান।
এরপর আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দুজন।
এদিকে শাহরুখ-আলিয়া জুটির নতুন বিজ্ঞাপনটি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। সামাজিক মাধ্যমে এই জুটির প্রশংসা করছেন সকলে। কেউ বলছেন, ‘দুর্দান্ত লাগছে দুজনকে।’ কেউ বা লিখছেন, ‘ফের সিনেমার পর্দায় শাহরুখ-আলিয়াকে দেখতে চাই। কি সুন্দর মানাচ্ছে ওদের।’
আলিয়াকে সর্বশেষ দেখা গেছে করণ জোহরের চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। এই সিনেমাতে অভিনয় করার আগে বাস্তবেই শাহরুখের পরামর্শ নেন আলিয়া। অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে রোম্যান্টিক গান ‘তুম ক্যায়া মিলে’-এর জন্য আলিয়াকে টিপস দিয়েছেন শাহরুখ। এই গানে যথাযথভাবে কিভাবে ঠোঁট নাড়তে হবে তা শিখিয়েছেন কিং খান। পরিচালক করণ জোহর জানিয়েছেন, আলিয়াকে ৬ ঘন্টা ধরে গানের সঙ্গে যথাযথভাবে ঠোঁট নাড়ানো শিখিয়েছেন শাহরুখ খান।
শাহরুখ খানকে সামনে দেখা যাবে বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘জওয়ান’-এ। এতে আরো অভিনয় করেছেন বিজয় সেতুপাতি, নয়নতারা, প্রিয়ামণি, সানায়া মালহোত্রা সহ অনেকে। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : হিন্দুস্তান টাইমস