কোচিং স্টাফের সঙ্গে হাতুরাসিংহের দীর্ঘ বৈঠক

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে টিম টাইগার। এরপর বিশ্বকাপ শুরু অক্টোবরের প্রথম সপ্তাহে। এই দুটি বড় টুর্নামেন্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলায় নিয়ম করে অনুশীলন করছেন ক্রিকেটাররা।

দুই দিন বিশ্রামের শেষ দিনে আজ শনিবার বিসিবি কার্যালয়ে কোচদের সঙ্গে লম্বা সময় ধরে বৈঠক করেছেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবির হেড অব প্রগ্রাম ডেভিড মুর, জাতীয় দলের কোচিং স্টাফ, বয়সভিত্তিক দল ও হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কোচ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কোচদের কাছে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন হাতুরাসিংহে। এ ছাড়া বিশ্বকাপের জন্য রিজার্ভ বেঞ্চ প্রস্তুত রাখতে আটজন ক্রিকেটারকে নিয়ে একটি ‘বিশেষ ক্যাম্প’ শুরু করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানায় বিসিবির ওই সূত্র।

সেই ‘বিশেষ ক্যাম্পে’ ইনজুরি থেকে সুস্থতার পথে থাকা তামিম ইকবাল এবং জাতীয় দলে জায়গা হারানো মাহমুদ উল্লাহ রিয়াদের থাকার গুঞ্জন আছে। যদিও আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই আট ক্রিকেটারের নাম বলেননি জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানান, ‘কে কে থাকবে, কোন আটজন থাকবে তা এখনো আমরা ঠিক করিনি। তবে ৩২ জনের পুল আমরা আগেই করেছিলাম।

মোস্ট লাইকলি তাদের বাইরে থেকে কেউ থাকবে নাকি সেখান থেকেই থাকবে সেটা হয়তো ঠিক করা হবে।’

আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে কলম্বো যাবে সাকিব আল হাসানের দল। ৩১ আগস্ট পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা এশিয়া কাপ শুরু করবে। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে।

LEAVE A REPLY