সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ক্যারিয়ারের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। ইন্টারমিয়ামির হয়ে লিগস কাপ জেতার মধ্য দিয়ে একটি রেকর্ড নিজের করে নিলেন মেসি। দলীয় শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

রবিবার সকালে জিওডিস পার্কে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে স্বাগতিক ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে শিরোপা জিতেছে মায়ামি।

এটি ৩৬ বছর বয়সী মেসির ৪৪তম শিরোপা। এত দিন ৪৩টি শিরোপা নিয়ে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। এবার ছাড়িয়ে গেলেন আলভেসকে। সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এখন শুধুই মেসির।

একনজরে মেসির ৪৪ শিরোপা

বার্সেলোনা (৩৫)

স্প্যানিশ লা লিগা : ১০
কোপা দেল রে : ৭
স্প্যানিশ সুপার কাপ : ৮
উয়েফা চ্যাম্পিয়নস লিগ : ৪
উয়েফা সুপার কাপ : ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ : ৩

পিএসজি (৩)
ফরাসি লিগ ওয়ান : ২
ফরাসি সুপার কাপ : ১

ইন্টার মায়ামি (১)
লিগস কাপ : ১

আর্জেন্টিনা (৫)
বিশ্বকাপ : ১
কোপা আমেরিকা : ১
ফিনালিসিমা : ১
অলিম্পিক : ১
যুব বিশ্বকাপ : ১

LEAVE A REPLY