প্রয়োজনে রোহিত-কোহলিও বোলিং করবে!

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সব বিভাগেই একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে। তবে কোনো ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই! রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তিন জনেই বাঁহাতি স্পিনার। এই দলটাই মূলতঃ আসন্ন বিশ্বকাপে খেলতে যাবে।

ঘরের মাঠের বিশ্বকাপে ভারত কি ডানহাতি স্পিনারের অভাব অনুভব করবে না?

বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত মনে হলো না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তার কাছে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে তিনি মজা করেই বলেন, ‘আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।’ রোহিতের এই মন্তব্য সংবাদ সম্মেলনে হাসির রোল ওঠে।

রোহিতের পাশে বসে থাকা নির্বাচক অজিত আগরকারও হেসে দেন।

ভারতীয় মিডিয়া বলছে, এই বক্তব্যের মাধ্যমে রোহিত বুঝিয়ে দিলেন এটা কোনো বড় সমস্যা নয়। তিনি এবং কোহলি মিলে প্রয়োজনে বোলিং করে দেবেন। রোহিত একটা সময় প্রায় নিয়মিত অফ স্পিন করতেন।

 অন্যদিকে কোহলিকেও মাঝেমধ্যে বল করতে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ১১টি এবং কোহলির ৮টি উইকেট আছে। এবার ডানহাতি স্পিনের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিলেন দুই সুপারস্টার।

LEAVE A REPLY