ডেঙ্গুতে আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত একদিনে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে দুই হাজার ১৯৭ জন। এনিয়ে চলতি বছরে রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে এক লাখ দুই হাজার ১৯১ হলো। এদের মধ্যে মারা গেছেন ৪৮৫ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময়ে মারা গেছেন আরো ৯ জন।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ঢাকার ৪৯ হাজার ৩২৮ জন, ঢাকার বাইরে ৫২ হাজার ৮৬৩ জন। আর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৬৩ ঢাকার, ১২২ জন ঢাকার বাইরের। 

অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাত হাজার ৬৮৬ জন।

এর মধ্যে ঢাকায় তিন হাজার ৬০৭ জন, ঢাকার বাইরে চার হাজার ৭৯ জন। 

LEAVE A REPLY