স্থায়ী সম্পর্কে জটিলতা আর একাকিত্ব থেকে বাঁচতে অস্থায়ী সঙ্গী খোঁজছেন চীনের তরুণ-তরুণীরা। সঙ্গী খোঁজতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম জিয়াওহংশু। নিজের চিন্তা-ভাবনার সঙ্গে মিলে যায় এমন সঙ্গীর খোঁজ করছেন তারা।
পছন্দের তালিকায় রয়েছেন খাবার, গেমিং, ফিটনেস, ভ্রমণ, কৃষিকাজ, চ্যাটিং ও গান শুনতে আগ্রহী এমন ব্যক্তিরা। যদিও এসব অস্থায়ী সঙ্গীর মুখোমুখি হওয়া আবশ্যক নয়। সম্পর্ক সীমাবদ্ধ রাখতে পারবেন ভার্চুয়াল জগৎ পর্যন্তই।
এ বিষয়ে এক তরুণ বলেন, ‘আমি সত্যিই খুব একা, কারও সঙ্গে মিশতেও পছন্দ করি না। তবে আশা করি, এমন একজনের সঙ্গে পরিচয় হবে যে আমার ব্যক্তিত্ব জীবনে হস্তক্ষেপ করবে না। তবে আমাকে সিনেমা দেখা অথবা খাওয়ার সময় সঙ্গ দেবে।’