আমি বেঁচে আছি : হিথ স্ট্রিক

বুধবার সকালে হঠাৎ ছড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর। এর ঘণ্টা চারেক পর জানা যায়, খবরটি ভুয়া। স্ট্রিক নিজেই জানান, তিনি বেঁচে আছেন। স্ট্রিকের মৃত্যুর গুজবটি ছড়িয়ে পড়ে তার জাতীয় দলের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে।

পরে অবশ্য ওলোঙ্গা সেই টুইট মুছে নতুন করে টুইটে নিশ্চিত করেছেন, মারা যাননি স্ট্রিক।

ওলোঙ্গা নতুন টুইটে লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত হয়েছে। আমি মাত্র তার কাছ থেকেই শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন।

তিনি ভালোভাবেই জীবিত আছেন, বন্ধুরা।’

হোয়াটসঅ্যাপ বার্তায় ভারতীয় পত্রিকা মিড ডেকে স্ট্রিক বলেন, ‘এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারো কাছ থেকে নিশ্চিত না হয়েই কিভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয়, যে সূত্র এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।’

হিথ স্ট্রিক ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন। ১৯৯৩ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে স্ট্রিকের আন্তর্জাতিক অভিষেক হয়। দেশের হয়ে ৬৫টি টেস্টে ২১৬ উইকেট, ১৯৯০ রান এবং ১৮৯টি ওয়ানডেতে ২৩৯ উইকেট ও ২৯৪৩ রান করেছেন তিনি।

তার নেতৃত্বে জিম্বাবুয়ে ২১টি টেস্ট এবং ৬৮টি ওয়ানডে খেলেছে।

২০০৫ সালে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আইসিসি দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের কারণে ২০২১ সালে তাকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

LEAVE A REPLY