রুদ্ধশ্বাস অভিযানে কেবলকারে আটকা পড়া ৮ জন উদ্ধার

পাকিস্তানের একটি কেবলকারের মধ্যে আটকা পড়েছিল আট যাত্রী। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার বাটারগ্রাম এলাকার গভীর উপত্যকায় তারা আটকা পড়েছিল। তাদের মধ্যে ছয় শিশুও আছে বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। অবশেষে ১৫ ঘণ্টা পর তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শিশুরা স্কুলে যাওয়ার জন্য উপত্যকা অতিক্রম করতে ওই কেবলকারে উঠেছিল। ২৭৪ মিটার (৯০০ ফুট) উঁচুতে ঝুলে ছিল ভাঙা কেবলকারটি। দেশটির কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের একটি নদীর গিরিখাতের ওপর ঝুলে থাকা কেবলকার থেকে ১৫ ঘণ্টারও বেশি সময় পর আটজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেবলকারটিতে ১১ থেকে ১৫ বছর বয়সী সাতজন শিশু-কিাশোর এবং তাদের শিক্ষক আটকা পড়েছিল।

স্কুলে যাওয়ার সময় একটি কেবললাইন ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। 

দুইজন শিশুকে দিনের বেলায় সেনা কমান্ডাররা হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করেছিলেন। বাকিদেরও পরে এক এক করে চেয়ারলিফটের সাহায্যে উদ্ধার করা হয়। রাতে একটি  ঝুঁকিপূর্ণ রাত্রিকালীন অপারেশনের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

টেলিভিশনের ফুটেজে এর আগে দেখা যায়, একটি শিশুকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে মাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। রাতেও উদ্ধারকাজ চলায়, মাটিতে ফ্লাড লাইট বসানো হয়েছিল। 

স্থানীয় বাসিন্দা আব্দুল নাসির খান বলেন, ‘এটি একটি ধীরগতির এবং ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। দড়ি দিয়ে নিজেকে বেঁধে রাখতে হবে এবং সে একটি ছোট চেয়ারলিফটে গিয়ে একে একে তাদের উদ্ধার করবে।’

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার বলেছেন, সাতজনকে উদ্ধার করা হয়েছে।

কিন্তু তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পুরো দলটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সিনিয়র পুলিশ অফিসার নাজির আহমেদ বলেন, শিশুরা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পর অধিকাংশই কান্নায় ভেঙে পড়ে। কেবলকারে থাকা ২০ বছর বয়সী গুলফরাজ এর আগে স্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন, তারা আটজন আটকা পড়েছে এবং শিশুদের মধ্যে একজন অচেতন হয়ে পড়েছে। কারণ সে হার্টের সমস্যায় ভুগছিল। 

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টগ্রাম জেলার এই নদী গ্রামগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে। কেবলকারটি স্থানীয় গ্রামবাসীরা কাছাকাছি স্কুল, সরকারি অফিস এবং অন্যান্য জায়গায় যেতে ব্যবহার করে থাকে। মূলত দূরত্ব কমাতে এটি ব্যবহার করা হয়। 

সূত্র : স্কাই নিউজ

LEAVE A REPLY