কারিনা কাপুর
বলিউডের শীর্ষ অভিনেত্রী কারিনা কাপুরের ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। সুজয় ঘোষের ‘জানে জান’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করছেন কারিনা। প্রথমবারের মতো ওটিটির পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী। শুক্রবার (২৫ আগস্ট) সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে।
‘জানে জান’-এর টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে জানে জা গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মাকেও দেখানো হয়। এরপর কয়েকটি অ্যাকশন দৃশ্যের আভাস দেখানো হয়। সব শেষে আসে সিনেমাটির শিরোনাম।
এরপর এটি মুক্তির তারিখ দেখানো হয়। টিজারটি শেয়ার করে ‘নেটফ্লিক্স’ ক্যাপশনে লিখেছে, “জানে জা আসছে আমাদের জানে জা’র জন্মদিনে। ২১ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।” কারিনা কাপুরের জন্মদিনের দিনই মুক্তি পাবে এটি।
জাপানি উপন্যাস দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এই নিয়েই এগিয়ে যায় গল্প। সুজয় ঘোষের পরিচালনায় ‘জানে জান’-এ কারিনার সঙ্গে আরো অভিনয় করেছেন বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াত।
কারিনাকে সর্বশেষ দেখা গেছে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’য়।
সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। বর্তমানে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছেন কারিনা। ‘জানে জান’ ছাড়াও টাবু এবং কৃতি শ্যাননের সঙ্গে ‘দ্য ক্রু’তে দেখা যাবে কারিনা কাপুর খানকে। পাইপলাইনে রয়েছে হানসাল মেহতার একটি সিনেমাও। সেগুলো মুক্তি পাবে আগামী বছর। তবে তার আগেই ওটিটিতে নিজের অভিষেক করে নিতে যাচ্ছেন অভিনেত্রী।
সূত্র : ইন্ডিয়া টুডে