ভারত তথা ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। নিজের ফিটনেস ঠিক রাখতে প্রিয় সব খাবার বিসর্জন দিয়েছেন। সেইসঙ্গে নিয়মিত শরীরচর্চা তো আছেই। সেই কোহলি ইয়ো ইয়ো টেস্টে ভালো স্কোর করবেন- এটা তো জানা কথা।
কিন্তু সেই স্কোর ফেসবুকে প্রকাশ করেই বিপদে পড়েছেন এই সুপারস্টার। কোহলিসহ দলের বাকি ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কর্ণাটকের আলুরে চলছে এশিয়া কাপ উপলক্ষে ভারতীয় দলের ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিনে ছিল ইয়ো-ইয়ো টেস্ট।
ক্রিকেটারদের ফিটনেসের প্রমাণ নিতে এই পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা শেষে হাসিমুখে নিজের আদুল গায়ের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে ক্যাপশনে কোহলি জানান- তার স্কোর ছিল ১৭.২। কিন্তু স্কোর প্রকাশ্যে আনার ব্যাপারটি ভালোভাবে নেয়নি বিসিসিআই। দলের সবাইকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, গোপনীয় কোনো কিছু যেন সামাজিক মাধ্যমে প্রকাশ করা না হয়।
ইয়ো ইয়ো টেস্টের জন্য ভারতীয় দল ন্যূনতম স্কোর ঠিক করেছে ১৬.১। কোহলি তার বেশিই পেয়েছেন। আসলে একেক দলের জন্য একেকরকম নূন্যতম স্কোর ঠিক করা হয়। তাছাড়া এই টেস্ট ফিটনেসের সার্বিক পরিমাপক নয়। মূলত সহ্যক্ষমতার একটি ধারণা পাওয়া যায় এই পরীক্ষা থেকে।
সাধারণত এই স্কোর গোপনই রাখা হয়। অবশ্য নানা সময় বিভিন্ন সূত্র থেকে জেনে স্কোর প্রকাশ করে সংবাদমাধ্যম। যেমন কিছুদিন আগেই বাংলাদেশ দলের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল গণমাধ্যমে এসেছিল।