এমটিএফই প্রতারণা : ভুক্তভোগীদের সহযোগিতা চায় সিআইডি

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জে (এমটিএফই) প্রতারিত হওয়া গ্রাহকদের কাছে তথ্য পেতে সহযোগিতা চেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ভুক্তভোগী গ্রাহকদের প্রতারকচক্রের তথ্য এবং অভিযোগ জানাতে সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুধু এমটিএফই নয়, দেশে সক্রিয় অনিবন্ধনকৃত মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক এই ধরনের প্রতারকচক্রের এমএলএম ব্যবসা এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ ও নিষিদ্ধ।

তাই এ ধরনের ব্যবসায় বিনিয়োগকারীদের এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দরকার। সিআইডি সাইবার ইন্টেলিজেন্স টিম এই ব্যাপারে নজরদারি করছে।

প্রতারকচক্র সম্পর্কে তথ্য দিয়ে বা অভিযোগ জানাতে সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগের ঠিকানা ফেসবুক পেজ :

https://www.facebook.com/cpccidbdpolice/

ইমেইল : cyber¦police.gov.bd

২৪/৭ কন্টাক্ট নম্বর : +৮৮০১৩২০০১০১৪৮ অথবা জরুরি জাতীয় সেবা ৯৯৯।

LEAVE A REPLY