আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা : তাসকিন

এশিয়া কাপে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। গতকাল শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্দিকা হাতুরাসিংহে বলেছিলেন, দলের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উতরানো। আর অধিনায়ক সাকিব বলেছিলেন, তারা গ্রুপ পর্ব উতরাতে পারলে ‘অনেক দূর’ যাবেন। কিন্তু কেউই নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেননি।

যেটা আজ বললেন তাসকিন আহমেদ।

বিমানে ওঠার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব।

দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া করবেন, যেন ভালো করতে পারি।’

এখন পর্যন্ত এশিয়া কাপের তিনটি ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জিততে পারেনি।

এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানালেন তাসকিন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। তবে মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন, আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।


LEAVE A REPLY