এশিয়া কাপে প্রথম ম্যাচে নেই লিটন; ওপেনিংয়ে থাকবেন কারা?

অবশেষে আশংকাটাই সত্যি হলো। এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে জ্বরে আক্রান্ত হওয়া লিটন কুমার দাস এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। ৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। আজও লিটনের জ্বর ১০০ ডিগ্রি ছিল বলে বিসিবি সূত্রে জানা গেছে।

 তবে এখনই এই ওপেনারের বিকল্প কাউকে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা নেই বিসিবির।

জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন। পরদিন তানজিম সাকিবের সঙ্গে তার বিমানে ওঠার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। আজ মঙ্গলবারও লিটনের যাওয়া হচ্ছে না।

 বিসিবি এখন অপেক্ষা করছে মেডিক্যাল বিভাগের সিদ্ধান্তের ওপর। লিটন ম্যাচ খেলার মতো ফিট হলে তাকে সরাসরি পাকিস্তানে পাঠানো হতে পারে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে।

প্রথম ম্যাচে লিটন দাস না থাকায় তানজিদ হাসান তামিমের অভিষেকের সম্ভাবনা আরও জোরালো হলো। সেইসঙ্গে দলের চিন্তাও বেড়ে গেল।

তানজিদ তামিমের সঙ্গী হবেন নাঈম শেখ। যিনি প্রায় আড়াই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। তাই অনভিজ্ঞ উদ্বোধনী জুটি নিয়ে এশিয়া কাপ শুরু করতে হবে বাংলাদেশকে। এর আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা পেসার ইবাদত হোসেন।

LEAVE A REPLY