ক্রিকেট ব্যাট-বলের লড়াই হলেও এতে ভাগ্যের একটা ব্যাপার থাকে বলে মনে করেন অনেক বিখ্যাত ক্রিকেটার। জয়ের জন্য লাগে ভাগ্যের সহায়তা। ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারও তা-ই মনে করেন। এক দশক ধরে ভারতীয় দল কোনো আইসিসি শিরোপা জিততে পারে না।
এবার তাদের ঘরের মাঠেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে গাভাস্কার যা বললেন সেটা হতাশ হওয়ার মতোই।
২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জয় ভারতের সর্বশেষ আইসিসি শিরোপা। এর পর থেকে প্রতিটি টুর্নামেন্টেই তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে।
গত ওয়ানডে বিশ্বকাপেও তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। আসন্ন বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে সুনীল গাভাস্কার এক অনুষ্ঠানে বলেন, ‘আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে নির্দিষ্ট দিনে আপনার ভাগ্য দরকার। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, তাকালে দেখবেন, বরাবরই ভাগ্য খারাপ ছিল।’
গত বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালের প্রসঙ্গ টেনে কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘২০১৯ সালে আমাদের এমন একটি ম্যাচ দ্বিতীয় দিনে গড়িয়েছিল।
যদি এক দিনেই খেলা হতো, গল্পটা ভিন্ন হতে পারত। কারণ, পরদিন সিমিং কন্ডিশন ছিল, আর তাতে নিউজিল্যান্ড বোলাররা ভালো করতে পেরেছে। ফলে আমার মনে হয়, আপনার একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন। মানে চার-পাঁচটি বেশ ভালো দল তো আছেই। নির্দিষ্ট দিনে তাই ভাগ্য প্রয়োজন।
’
অবশ্য ভাগ্যের পাশাপাশি অলরাউন্ডারদের পারফরম্যান্সের দিকেও জোর দিয়েছেন চারটি বিশ্বকাপে খেলা গাভাস্কার, ‘এমএসডির (২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপজয়ী) দলের দিকে তাকালে দেখবেন—সুরেশ রায়না, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগরা বোলিং করতে পারত। এটা বাড়তি পাওয়া ছিল। ফলে যে দলের অলরাউন্ডার আছে, তারা এগিয়ে থাকবে।’








































