বিতর্কিত বিজ্ঞাপন করায় শচীনকে আইনি নোটিশের হুমকি!

আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করায় তাকে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাচ্চু কাদু। তার দাবি, শচীনের এই বিজ্ঞাপন যুবসমাজের ক্ষতি করছে। তা ছাড়া তিনি শচীনকে কথা বলার সময় দিয়েছিলেন।

শচীন কোনো সাড়া না দেওয়ায় তিনি আইনি নোটিশ পাঠাবেন।

স্থানীয় গণমাধ্যমকে বাচ্চু বলেন, ‘ভারতরত্ন পাওয়া একজন ব্যক্তির বিজ্ঞাপন নির্বাচনের ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত। শচীন একটা অনলাইন গেমের বিজ্ঞাপন করেছেন। এ ধরনের গেম যুবসমাজের ক্ষতি করছে।

তাই আমরা ৩০ আগস্ট শচীনকে একটি আইনি নোটিশ পাঠাব। এখনো পর্যন্ত শচীন জানাননি যে তিনি কেন এই বিজ্ঞাপন করেছেন। তাই আমরা আইনজীবী মারফত তাকে নোটিশ পাঠাব।’

এর আগে শচীনকে এ ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বাচ্চু।

তিনি বলেছিলেন, ‘যে ধরনের গেম জুয়ার প্রচার করে, শচীনের মতো ভারতরত্ন পাওয়া ব্যক্তির সে ধরনের গেমের বিজ্ঞাপন করা উচিত নয়। তার কোটি কোটি ভক্ত আছে। তারা এই বিজ্ঞাপন থেকে প্রভাবিত হতে পারে। আমি মহারাষ্ট্র সরকারের কাছে অনুরোধ করব, এই বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক।’

LEAVE A REPLY