বাংলাদেশকে ৩২৮০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

বাংলাদেশে দক্ষ জনশক্তি এবং শিল্প খাতে কর্মসংস্থান তৈরির জন্য ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৯.৩০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ তিন হাজার ২৮০ কোটি। গতকাল সোমবার বাংলাদেশ সরকার ও সংস্থাটির মধ্যে এসংক্রান্ত চুক্তি সই হয়। ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রগ্রাম’ শীর্ষক কর্মসূচির আওতায় এই ঋণ ব্যবহার করা হবে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাউ নিং চুক্তিতে সই করেন। এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাউ নিং বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার জন্য দক্ষতা বৃদ্ধিই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। দক্ষতা বিকাশে এডিবির অভিজ্ঞতার ভিত্তিতে এই নতুন প্রগ্রামটি প্রযুক্তিভিত্তিক উন্নত দক্ষতা ও উৎপাদনশীলতাকে আরো বাড়িয়ে তুলবে।

এ ছাড়া শিল্পের প্রতিযোগিতা বাড়াবে এবং বাংলাদেশের যে উচ্চ যুবশক্তি (ডেমোগ্রাফিক ডিভিডেন্ট) রয়েছে, তা কাজে লাগাতে সহায়তা করবে।

LEAVE A REPLY