ক্যারোলিনা বিলাওস্কা ও শাহরুখ খান
‘জওয়ান’ জ্বরে ভুগছে ভারত। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছে সিনেমাটির। বছরের অন্যতম হাইপ সৃষ্টি করা ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। তাই ভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনারও শেষ নেই।
শুধু ভক্তরাই নয়, জওয়ান উন্মাদনা রয়েছে তারকাদের মাঝেও। বলিউডের বেশিরভাগ তারকা জওয়ান নিয়ে তাদের উন্মাদনার কথা জানিয়েছেন। অপেক্ষায় রয়েছেন সিনেমাটির মুক্তির। এবার জওয়ান তারকা শাহরুখ খানের প্রতি নিজের ভালোলাগা প্রকাশ করলেন সাবেক বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাওস্কা।
জানালেন, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান তিনি।
সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ খেতাবধারী ক্যারোলিনা বিলাওস্কা সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড ২০২৩’-এর জন্য ভারতে এসেছেন৷ ভারতে এসে তিনি বেশ কিছু ইভেন্টে অংশগ্রহণ করার পাশাপাশি বলিউডের সিনেমার অংশ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন এই বিশ্বসুন্দরী।

সম্প্রতি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিনা বলেন, “শাহরুখ খানের সিনেমায় অভিনয় করাটা দারুণ হবে।
আমি তার সঙ্গে পর্দায় আসার অপেক্ষায় আছি। ভারতে এসে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে আমার। আমি সঞ্জয় লীলা বানসালির সাথেও কাজ করতে চাই। আমি জানি ঐশ্বরিয়া রাই তার সিনেমাতেও ছিলেন। ঐশ্বরিয়া বলিউডের একজন অসাধারণ অভিনেত্রী এবং তিনি সাবেক মিস ওয়ার্ল্ড।
তাই ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাজ করা ও শেখাটা আমার জন্য সম্মানের হবে।”
আসন্ন মিস ওয়ার্ল্ডের ৭১তম সংস্করণ এবার ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি ২৭ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯৬ সালে ভারতের মাটিতে মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ভারত ৬ বার এই বিশ্ব প্রতিযোগিতা জয় করেছে। ১৯৬৬ সালে রীতা ফারিয়া থেকে শুরু করে ১৯৯৪ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তারপরে ১৯৯৭ সালে ডায়ানা হেডেন বিশ্বসুন্দরী হন। ১৯৯৯ সালে যুক্তা মুখী এবং ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া বিশ্বসুন্দরীর মুকুট অর্জন করেন। ২০১৭ সালে ভারতের পক্ষ থেকে ষষ্ঠ মিস ওয়ার্ল্ড হয়েছেন মানুশি চিল্লার।
সূত্র : পিঙ্কভিলা