যে কারণে সৌদিকে ধন্যবাদ দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জেদ্দায় ইসরায়েলি যাত্রীবাহী একটি বিমানের জরুরি অবতরণের পর সৌদি আরব কর্তৃপক্ষের ‘উষ্ণ মনোভাবের’ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার তাদের ধন্যবাদ জানিয়েছেন। তবে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।

জানা যায়, ইসরায়েলি যাত্রীবাহী এয়ার সেশেলস ফ্লাইটটি পূর্ব আফ্রিকার সেশেলস থেকে ইসরায়েলের তেল আবিবের দিকে যাচ্ছিল। প্রযুক্তিগত সমস্যার কারণে সৌদি উপকূলীয় শহর জেদ্দায় সোমবার এয়ার সেশেলস ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, একটি ইসরায়েলি চার্টার ফ্লাইট জেদ্দা থেকে ইসরায়েলিদের উদ্ধার করেছে।

সৌদি আকাশসীমা ২০২২ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের দিকে যাওয়া এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইটের জন্য বন্ধ ছিল। ওই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের কারণে সে সময় তা খুলে দেওয়া হয়।

নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমি ইসরায়েলি যাত্রীদের প্রতি সৌদি কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করি।

ফ্লাইটটি দুর্দশার মধ্যে ছিল এবং জেদ্দায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।’

ইসরায়েলি গণমাধ্যমের মতে, এয়ার সেশেলসের ফ্লাইটটিতে ১২৮ জন ইসরায়েলি যাত্রী ছিলেন। তাদের স্বাগত জানানো হয় এবং লোহিত সাগরের শহরে রাত্রীযাপনের ব্যবস্থা করা হয়।

উপসাগরীয় ও আরবদেশগুলো ২০২০ সালের মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

কিন্তু সৌদি আরব সেই চুক্তিতে অংশ নেয়নি। ফলে একটি আসন্ন চুক্তির জল্পনা বেড়েছে। বৈঠকের বিষয়ে অবহিত ব্যক্তিদের মতে, রিয়াদ ও ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকীকরণের অগ্রগতির জন্য সৌদি অবস্থানের বিষয়ে আলোচনা করেছে। কিন্তু ইসরায়েলের মিডিয়া ভাষ্যকাররা বলছেন, রোমে ইসরায়েলি ও লিবিয়ান পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইসরায়েলের একটি বৈঠকের ঘোষণার পেছনে এ ধরনের প্রচেষ্টা গুরুতরভাবে আপস করা হয়েছে। এই ঘোষণা লিবিয়ায় বিক্ষোভের জন্ম দেয়।

দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। লিবিয়ান পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশকে পরে বরখাস্ত করা হয়।

তবে সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে দুই মন্ত্রীর মধ্যে বৈঠক সম্পর্কে ‘ফাঁস’ হওয়া তথ্যের উত্স হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

বিশ্লেষক বারাক রভিদের মতে, ঘটনাটি আরবদেশগুলোকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক হওয়ার জন্য আরো কোনো পদক্ষেপে জড়িত হতে নিরুৎসাহিত করতে অবদান রাখতে পারে। তিনি ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালায় এ কথা লিখেছেন।

সূত্র : এএফপি

LEAVE A REPLY