ঢাকা আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

ফাইল ছবি

বাংলাদেশে আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ভারতের জি-২০ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে আসার সম্ভাবনা আছে তার। 

বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সফর এখনো নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০-এ আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি।

তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

ড. মোমেন আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

১৯৯০ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন।

LEAVE A REPLY