গভীর রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার রাত ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। 

ফল প্রকাশের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, বুধবার রাতেই পরীক্ষার ফল প্রস্তুত করে টেলিটককে পাঠিয়েছে এনটিআরসিএ। আর ওই রাত থেকে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফোনে এসএমএস পাঠানো হচ্ছে।

উত্তীর্থ প্রার্থীরা এই http://ntrca.teletalk.com.bd/result/ লিংকে গিয়ে ফলাফল দেখতে পারবেন। প্রার্থীরা নির্ধারিত স্থানে রোল নম্বর ও পরীক্ষা নির্বাচন করে তাদের ফলাফল জানতে পারবেন।

এর আগে গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৪,৮২৫ জন।

LEAVE A REPLY