ইলিয়াসসহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা বলেছেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ষড়যন্ত্র করে রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও খুন করার মহোৎসব শুরু করেছিল। তাদের সেই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনায়েদ আহমদ ও আনছার আলীসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করে।

তাদের পরিবার পরিজন, স্ত্রী-সন্তানসহ আত্মীয়স্বজনরা আজও তাদের পথ চেয়ে বসে আছেন। যতই গুম-খুন করা হোক না কেন এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। অবিলম্বে এম ইলিয়াস আলীসহ গুম করে রাখা সব নেতাকর্মীদের ফিরিয়ে দিতে হবে। না হলে এর পরিণতি হবে খুবই ভয়াবহ।

বুধবার সন্ধ্যায় নগরীর রেজিস্টারি মাঠে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিলপূ্র্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

এরপর মুখে কালো কাপড় বেঁধে, গুম হওয়া নেতাকর্মীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে একটি মৌন মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY