এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পাচ্ছেন একতা কাপুর

একতা কাপুর

একতা কাপুর হবেন প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ভারতের অন্যতম প্রভাবশালী নির্মাতা একতা কাপুর। নভেম্বরে ৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই সম্মাননায় ভূষিত হবেন তিনি। 

ভারতীয় শোবিজ শিল্পে অবদানের জন্য একতা কাপুরকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের প্রেসিডেন্ট এবং সিইও  ব্রুস এল. পেসনার একটি বিবৃতিতে বলেছেন, “একতা আর. কাপুর টেলিভিশন শিল্পকে নেতৃত্ব দিয়ে ভারতজুড়ে ব্যাপক দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন।

তার নির্মিত ‘বালাজি’ প্রধান বিনোদন প্লাটফর্ম হিসেবে ভারতের শীর্ষে। ভারত এবং দক্ষিণ এশিয়ায় চলমান সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্ম হিসেবেও ‘বালাজি’ এখন কোটি কোটি দর্শকদের হৃদয়ে। আমরা আমাদের ডিরেক্টরেট অ্যাওয়ার্ডের মাধ্যমে টেলিভিশন শিল্পে তার অসাধারণ কর্মজীবন এবং প্রভাবকে সম্মানিত করার অপেক্ষায় আছি।”

1

এই সম্মান প্রাপ্তির প্রতিক্রিয়ায় একতা কাপুর বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমি গভীর ভালোবাসা ও সম্মান অনুভব করছি।

এই পুরষ্কারটি আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করেছে কারণ এটি আমার দীর্ঘযাত্রাকে সম্মানিত করেছে। এটি আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। এই সম্মানিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ব মঞ্চে আমার দেশের প্রতিনিধিত্ব করা অবিশ্বাস্য সম্মানের বিষয়। টেলিভিশন আমাকে আমার পরিচয় আবিষ্কার করতে সাহায্য করেছে, বিশেষ করে একজন নারী হিসেবে নারীদের জন্য গল্প তৈরি করতে সাহায্য করছে।

এই পুরস্কার আমাকে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার গৌরব দিয়েছে।”

একতার প্রোডাকশন হাউজ ‘বালাজি টেলিফিল্ম লিমিটেড’ ভারত, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে হিন্দি এবং আঞ্চলিক কন্টেন্ট নির্মাণে একটি বৃহত্তম প্রযোজনা সংস্থা। তারা ১৭,০০০ ঘন্টার বেশি টেলিভিশন কন্টেন্ট তৈরি করেছে। কোম্পানিটি ভারতে টেলিভিশন বিনোদনের অন্যতম প্রধান নির্মানকারী ও দেশের সমস্ত প্রধান বিনোদন চ্যানেলের জন্য টেলিভিশনের কন্টেন্ট তৈরি করে।

অতীতে একতা কাপুর সুপরিচিত টিভি শো তৈরি করেছেন যার মধ্যে ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, ‘কাহানি ঘার ঘার কি’, ‘কুসুম’, এবং ‘কাসৌটি জিন্দেগি কে’-এর মতো তুমুল জনপ্রিয় টিভি নাটক রয়েছে।

 ভারতের ঘরে ঘরে টেলিভিশন নাটকের জনপ্রিয়তা একতা কাপুরের হাত ধরেই। টিভি শিল্পকে রীতিমতো বদলে দিয়েছেন তিনি। এছাড়াও ব্যবসা সফল একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন এই নির্মাতা। 

সূত্র : পিঙ্কভিলা

LEAVE A REPLY