মায়ামির অনূর্ধ্ব-১২ দলে মেসির ছেলে

বার্সেলোনার ছয় থেকে আট বছর বয়সী ফুটবলারদের একটি প্রকল্পে যুক্ত ছিল লিওনেল মেসির ছেলে থিয়াগো। মেসি যুক্তরাষ্ট্রে আসার পর বাবার পথ ধরে সে নাম লেখাতে যাচ্ছে ইন্টার মায়ামির একাডেমিতে। ২০২৩-২৪ মৌসুমে এই একাডেমির অনূর্ধ্ব-১২ দলে খেলবে থিয়াগো। এই মৌসুমে অভিষেক হবে মোট ৩৫ তরুণের।

বর্তমানে বাবা-মা ও দুই ভাই (মাতিও এবং সিরো)-এর সঙ্গে ফ্লোরিডায়ই থাকে থিয়াগো। ইন্টার মায়ামির প্রতিটি ম্যাচে তাদের সরব উপস্থিতি এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে চর্চিত বিষয়। মেসি যোগ দেওয়ার পর এখন পর্যন্ত টানা ৯ ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি, জিতেছে একটি শিরোপাও।

মেসির কারণে যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের চিত্রটাই বদলে গেছে।

সবচেয়ে বেশি সুফল পাচ্ছে খোদ ইন্টার মায়ামিই। আর্থিকভাবে বড় অঙ্কের লাভের ব্যাপার তো আছেই, সেই সঙ্গে যোগ হয়েছে মেসির তুমুল জনপ্রিয়তা। জার্সি বিক্রি থেকে শুরু করে ম্যাচের টিকিট বিক্রিতেও বিপ্লবের হাওয়া বইছে।

LEAVE A REPLY