বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে বিব্রতকর রেকর্ড তামিমের

আন্তর্জাতিক অভিষেকটা রাঙাতে পারলেন না তানজিদ হাসান তামিম। নিয়মিত ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই মারকুটে ব্যাটারকে আজ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ইনিংস উদ্বোধনে পাঠানো হয়। কিন্তু তিনি পারলেন না। মাত্র দুই বল মোকাবেলা করে ‘ডাক’ মেরে ফিরলেন।

সেই সঙ্গে নাম লেখালেন বিশেষ এই তালিকায়।

সব ক্রিকেটারই চান অভিষেক ম্যাচটা রঙিন করে রাখতে। ক্রিকেটের এক ফরম্যাটেই এই দিনটা একবারই আসে। তানজিদ তামিম বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হলেন।

যদিও তার আগে ওয়ানডে অভিষেকে ডাক মারা বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা ১৫ জন। তানজিদ ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। ওয়ানডে অভিষেকে ডাক মারা বাংলাদেশিদের মাঝে প্রায় সবাই বোলার।

ব্যাটারদের মাঝে উল্লেখযোগ্য হলেন আফতাব আহমেদ।

যার এমন বাজে শুরুর পরও ক্যারিয়ার অনেকটা এগিয়ে গিয়েছিল। তামিমের আগে ওয়ানডে অভিষেকে ডাক মারা বাংলাদেশি ওপেনাররা হলেন নুরুল আবেদীন, হারুনুর রশিদ ও রফিকুল ইসলাম। তাদের মাঝে নুরুল মাত্র চারটি, হারুন দুটি এবং তামিমের আগে সর্বশেষ ডাক মারা রফিকুল মাত্র একটি ওয়ানডে খেলতে পেরেছেন। তানজিদ তামিম নিশ্চয়ই তার বেশির ভাগ পূর্বসূরির মতো হারিয়ে যেতে চাইবেন না।

LEAVE A REPLY