জান্তার জুলুমে পুড়ে মরছে মিয়ানমার

জান্তা শাসনের জুলুমে পুড়ে মরছে মিয়ানমার। শনিবার দুই প্রবীণ নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়। ৮০টি বাড়িঘর পুড়িয়ে দেয়। 

স্থানীয় সময় ভোর ৫টায় মাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও শহরের পশ্চিমে কায়িং মা গি গ্রামে ভয়ংকর অভিযান চালায় দেশটির বর্বর সেনারা। প্রায় ৮০ জন সৈন্য ও জান্তাপন্থি পিউসএইচটি মিলিশিয়া বাহিনী গ্রামটিতে আক্রমণ করে। ইউনিটের নেতৃত্বে ছিল কুখ্যাত পিউসএইচটির নেতা এনগা লিন। একসময় দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী ছিলেন। ইরাবতী।

ইয়েসাগিও শহরের গণপ্রতিরক্ষা বাহিনী পিপিল ডিফেন্স আর্ম ফোর্সেসের (পিডিএফ) একজন কর্মকর্তা জানান, সরকার ও পিউসএইচটি মিলিশিয়া বাহিনী গ্রামটিতে লুটপাট করে। বাড়িগুলোতে আগুন দেওয়ার আগে তাদের মূল্যবান জিনিসপত্র ট্রাকে করে নিয়ে যায়। 

ইয়েসাগিও পিডিএফ অনুসারে, একজন বয়স্ক নারী জ্বলন্ত বাড়িতে আটকা পড়ে মারা যান। আরেকজন ৭০ বছর বয়সি প্রতিবন্ধী পুরুষকে নির্যাতন করে মেরে ফেলা হয়। তার চোখ একটি ছুরি দিয়ে কেটে মাথা থেঁতলিয়ে দেওয়া হয়। তারপর লাশ গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়। 

পিডিএফ কর্মকর্তা আরও জানান, এনগা লিনের নেতৃত্বে প্রায়ই ছোট ছোট গ্রামগুলোকে হয়রানি করা হয়। 

জান্তা অগ্নিসংযোগের শিকার হওয়া বাসিন্দাদের মানবিক সহায়তা প্রয়োজন। ২০২১ সালের অভুত্থানের পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৭৪ হাজার ৮৭৪টি বাড়ি পুড়িয়েছে জান্তা ও সহযোগী বাহিনী দেশজুড়ে। দেশটির একটি স্বাধীন গ্র“প জান্তা অগ্নিসংযোগের ওপর নজরদারি করে।

LEAVE A REPLY