তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা
এটা তো নিশ্চিত যে বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দুজনের সম্পর্কের বিষয়টি এখন খোলা বইয়ের মতো। একে অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন, ডেটিংয়ে যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানেও দুজন একসঙ্গে হাজির হচ্ছেন।
এই জুটির চার হাত এক হওয়ার অপেক্ষায় গোটা বলিউড। তবে প্রেম করলেও, এখনই বিয়ে করতে রাজি নন তামান্না! সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী।
‘নিউজ ১৮’কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘এখন বিয়ের মুড নেই আমার। আমার ক্যারিয়ার এখন ভালো যাচ্ছে, সেদিকেই ফোকাস করতে চাই।
তবে হ্যাঁ, বিয়ে নামক সামাজিক বন্ধনে আমার বিশ্বাস রয়েছে। অবশ্যই সেটা করব; কিন্তু এখন শুটিং, সেটই আমার আনন্দের জায়গা। আমার কাছে এখন অনেক ধরনের কাজের অফার আসছে, সেটা যেন এ পথেই এগোয়।’
একই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন অভিনেত্রী।
জানান, কখনো কখনো কাছের মানুষদের কথা তাকে বিচলিত করেছে, কষ্টও দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নিজের সম্পর্কে নিজে কী ভাবছেন সেটাই জরুরি। নিজের ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে তফাত বজায় রাখতে জানেন তিনি, এমনটাই বললেন তামান্না।

এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিজয় ভার্মা বলেছিলেন, ‘যখন আমি কাজ শুরু করি, তখন একটা সংকল্প নিয়েছিলাম। ঠিকই করে নিয়েছিলাম যে জীবনে কোনো দিন কোনো নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াব না।
মনে হয় আমি তখন ইন্ডাস্ট্রির ওপর বেশি রেগে ছিলাম। তবে যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সব কিছু আছে। ও খেলা বোঝে, ব্যবসার প্রতি ঝোঁক রয়েছে, শিল্প-সাহিত্য সম্পর্কে ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে।’
দুজনের প্রেমের জল্পনা-কল্পনার মাঝেই এবার একসঙ্গে মালদ্বীপ সফরে গেলেন দুজন। একত্রে ছবি শেয়ার না করলেও ভক্তদের চোখকে তো ফাঁকি দেওয়া কঠিন! এই মুহূর্তে দুজনেই রয়েছে মালদ্বীপে। মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রার সময় দুজনকেই আলাদা আলাদাভাবে বিমানবন্দরে দেখেছেন পাপারাৎসিরা। মালদ্বীপে গিয়ে সমুদ্রসৈকতে নিজের ছবিও শেয়ার করেছেন নায়িকা।
শীঘ্রই কারিনা কাপুর অভিনীত ‘জানে জান’-এ দেখা যাবে বিজয়কে। এ ছাড়াও ‘আফগানি শো’, ‘মার্ডার মুবারক’-এর মতো প্রজেক্ট রয়েছে বিজয়ের হাতে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘লাস্ট স্টোরিজ ২’তে। সেখানে প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন বিজয়। অন্যদিকে তামান্নাকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জেলার’-এ। ওয়েব সিরিজ ‘আখরি সাচ’ দিয়েও নজর কেড়েছেন তামান্না।
সূত্র : নিউজ ১৮