আমার মনের বয়স ১৫ : শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

বয়স বাড়া স্বাভাবিক বিষয়, এটাকে উপভোগ করা উচিত। এমনটাই মনে করেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ৫১তম জন্মদিনের পরদিনই বয়স নিয়ে এক লম্বা পোস্ট করেছেন শ্রীলেখা।

বৃহস্পতিবার বয়স নিয়ে এক পোস্ট করে শ্রীলেখা লিখলেন, ‘শুনলাম হিরোইনদের নাকি বয়স বাড়ে না? কেন, তারা কি অন্য গ্রহের প্রাণী? জানি না ভাই, আমি তো ৫০ পূর্ণ করে ৫১-তে পা, হাত, মাথা, শরীর, মন সব দিলাম।

যদিও আমার মনের বয়স ১৫। বয়স বাড়া প্রকৃতির নিয়মে স্বাভাবিক বিষয়, বার্ধক্য সুন্দর। এটাকে উপভোগ করতে শিখতে হবে এবং নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হতে হবে। বয়সের ভিত্তিতে ট্রোলাররাও নারী, অভিনেত্রীদের সমালোচনা করা বন্ধ করুন, এটা জীবন।

আপনাদের জন্যই মহিলারা বেশিরভাগই তাদের বয়স গোপন করেন, তবু মহিলাদের বয়স আর সত্যকে লুকোতে দেখলে কষ্ট হয়। সত্যিটা বলার সাহস রাখুন, এই ট্রোলারদের পাত্তা দেবেন না। এটাই তো ক্ষমতায়ন। বয়স দেখে যারা নারীত্বের বিচার করেন, তাদের জন্য খারাপ লাগে।

বয়স কখনো নারীত্বের সংজ্ঞা হতে পারে না।’

শ্রীলেখার এই পোস্টের পর অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার ঋতুপর্ণাকেও টেনে আনছেন এর মধ্যে। কিছুদিন আগে বাংলাদেশে এসে বয়স সম্পর্কে প্রশ্ন শুনে রেগে গিয়েছিলেন ঋতুপর্ণা। এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন, ‘৫২ বছর বয়সেও আপনি কিভাবে এত্ত সুন্দর?’ এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন ঋতুপর্ণা, হেসে তিনি প্রথমে বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন।

পরে ওই সাংবাদিক একই প্রশ্ন আবারও করলে ঋতুপর্ণা বলেন, ‘মেয়েদের বয়স কেন জিজ্ঞেস করছেন! মেয়েদের বয়স আর ছেলের মাইনে কখনো জানতে নেই।’ যদি এই প্রশ্ন বাদ না দেওয়া হয়, সাংবাদিক সম্মেলন ছেড়ে বের হয়ে যাবেন বলেও জানিয়ে দেন ঋতুপর্ণা। 

শ্রীলেখার পোস্টের মন্তব্যে অনেকেই সেটি মনে করিয়ে দিলেন। কেউ কেউ সরাসরি ঋতুপর্ণার নাম উল্লেখ করেই মন্তব্য করেছেন। বয়স নিয়ে ঋতুপর্ণার এমন অদ্ভুত আচরণ নিয়ে ব্যঙ্গও করছেন অনেকে। তবে শ্রীলেখা ঋতুপর্ণার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

LEAVE A REPLY