ধামরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে বিরিয়ানির প্যাকেট নিয়ে মারামারি, ধাওয়া-পালটা ধাওয়া, চেয়ার ও মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটেছ। এ ঘটনায় অনেক আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাজার মাঠে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন।

জানা গেছে, শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে ২ হাজার প্যাকেট বিরিয়ানির ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৫শ প্যাকেট মুরগি ও ১ হাজার ৫শ প্যাকেট গরুর বিরিয়ানি ছিল। তবে ওই অনুষ্ঠানে চার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। ফলে ২ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা অসম্ভব হয়ে ওঠে। এক পর্যায়ে উপস্থিত জনতা বিরিয়ানির কাড়াকাড়ি শুরু করে দেয়। আর এ নিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় চরম  বিশৃঙ্খলা হাতাহাতি ও বা মারামারির মতো ঘটনা। মানুষজন চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। এতে সেন ভুক্তভোগী কমপক্ষে অর্ধশত মানুষ আহত হন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ও ঢাকা জেলা আওয়ামী লীগের  সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, ধামরাই উপজেলা মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানের সঞ্চালনাকারী মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার বলেন, স্থানীয় মাঝি সম্প্রদায়ের জন্য মুরগির ৫শ প্যাকেট ও মুসলমানদের জন্য গরুর দেড় হাজার প্যাকেট বিরিয়ানির আয়োজন করা হয়। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে অতিরিক্ত মানুষের সমাগম ঘটে অনুষ্ঠানে। কাজেই অতিরিক্ত মানুষের মাঝে অপ্রতুল খাবারের প্যাকেট বিতরণ করা অসম্ভব হয়ে ওঠে। যার ফলে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি সত্যিই অনেক অনেক দুঃখজনক।

LEAVE A REPLY