সেলেনা গোমেজ
নিজের অভিনীত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শুটিং সেটের একটি ভিডিও শেয়ার করে বেশ বিপাকে পড়েছেন পপ গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে তৃতীয় সর্বাধিক অনুসরণকারী ব্যক্তি গোমেজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সেট থেকে তার একটি সেলফি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশন দিয়ে সেলেনা লিখেছেন, “নিখোঁজ এবং অপেক্ষমান! অনলি মার্ডারস শুধুমাত্র হুলু’তে।” ভিডিওটি সিরিজটির শুটিং সেট থেকে করা হয়েছিল।
ভিডিওটি ১৫ ঘন্টারও বেশি সময় ধরে লাইভ ছিল এবং ১ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে। কিন্তু অনুরাগীরা বিরুপ মন্তব্য করার পর থেকেই ভিডিও পোস্টটি মুছে দিয়েছেন গায়িকা।
ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশের পরপরই অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী হলিউড ধর্মঘটের জন্য নির্ধারিত শর্তের নিয়ম লঙ্ঘন করার বিষয়টি গায়িকাকে অবহিত করেন। বর্তমানে হলিউড ধর্মঘট চলছে এবং লেখকদের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীরাও যোগ দিয়েছেন এতে।
যার ফলে অভিনেতাদের বর্তমান প্রকল্পগুলো অনলাইনে প্রচার করার অনুমতি নেই।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী গোমেজের মন্তব্য করেছেন, “এটি খুব অবিবেচক কাজ করেছেন।” অন্য একজন বলেছেন, “আপনি এখনও ধর্মঘটে আছেন, নিজের ভালোর জন্য এটি মুছুন।” অপর একজন মন্তব্য করেছেন, “এটি সরাসরি নিয়মের লঙ্ঘন।
আপনার কাজ উল্লেখ করার কথা নয়। ধর্মঘট চলছে। কোনও কাজ প্রচার করা যাবে না এখন।”
সেলিনা অভিনীত ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর তৃতীয় সিজন মুক্তি পেয়েছে সম্প্রতি। তৃতীয় সিজনের নির্মাণ কাজ হলিউড ধর্মঘটের আগেই শেষ হয়ে যায় যার ফলে এটি প্রকাশিত হতে কোনো বাঁধাপ্রাপ্ত হয়নি।
উচ্চ বেতন ও পারিশ্রমিকের দাবিতে চলতি বছরের মে মাস থেকে ধর্মঘটে নেমেছেন হলিউড চলচ্চিত্র এবং টেলিভিশন লেখকরা। অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)-এর সাথে রাইটার্স গিল্ড অফ আমেরিকার (ডব্লিউজিএ) একটি নতুন চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় লেখকদের এই ধর্মঘট শুরু হয়। আন্দোলনে নেমেছে ১১,৫০০ লেখক। এরপর লেখকদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় হলিউডের অভিনয়শিল্পীরাও। যার ফলে আন্দোলন বৃহৎ আকার ধারন করে। এই ধর্মঘটের ফলে আটকে গেছে হলিউডের বিগ বাজেটের সব চলচ্চিত্র ও টিভি সিরিজ।
সূত্র : ভ্যারাইটি