সিনেমা প্রতি কত পারিশ্রমিক নেন কার্থি?

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্থি

বর্তমানে ভারতের দক্ষিণের তারকা অভিনেতারা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অন্যতম অভিনেতা কার্থি। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে বিশাল ফ্যানবেজ তৈরি করেছেন কার্থি। তামিল ইন্ড্রাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতা তেলেগু ইন্ডাস্ট্রিতেও ‘যুগানিকি ওক্কাদু’, ‘আওয়ারা’, ‘ওপিরি’ এবং ‘কাইথি’ সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।

ছোটবেলা থেকেই পরিচালক হতে চাওয়া কার্থি ২০০৭ সালের ‘পারুথিবীরান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। যারা কার্থিকে চেনেন তারা হয়তো জানেন কার্থি দক্ষিণের সুপারস্টার সুরিয়ার ভাই।  

1
একফ্রেমে দুই ভাই কার্থি ও সুরিয়া

বর্তমানে দক্ষিণের তারকাদের মাঝে কার্থির জনপ্রিয়তা বেড়েই চলেছে।

একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়ে কার্থি এখন নির্মাতাদেরও প্রথম সারির পছন্দ। অভিনেতাকে ঘিরে তাই ভক্তদের কৌতুহলও কম নয়। সিনেমা প্রতি কত পারিশ্রমিক নেন অভিনেতা? তার মাসিক ও বাৎসরিক আয় কত? জীবনযাপন কেমন? এইসব প্রশ্ন প্রায়ই সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করতে দেখা যায় ভক্ত অনুরাগীদের। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক কার্থির আয় ও নেট সম্পদ সম্পর্কে।

1

অনুসন্ধান ও বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা গেছে, কার্তিক শিবকুমার কার্থির মোট ১৩ মিলিয়ন অর্থাৎ ৯০ কোটি ভারতীয় রুপি। তার বার্ষিক আয় ১৮ কোটি রুপি। অভিনেতার মাসিক আয় প্রায় ১.৫ কোটি। রিপোর্ট অনুযায়ী, কার্থি প্রতি সিনেমায় প্রায় ৮ কোটি রুপি পারিশ্রমিক নেন। 

চলচ্চিত্র ছাড়াও অভিনেতা তার ব্র্যান্ড অনুমোদন এবং প্রচারের মাধ্যমেও উপার্জন করেন।

জানা গেছে, তিনি একটি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য ১ কোটি রুপি নেন। কার্থির একটি মার্সিডিজ বেঞ্জ এমএল ৩৫০ রয়েছে যার মূল্য ৬৬ লাখ এবং একটি অডি রয়েছে অভিনেতার। তবে ব্যক্তি জীবনে যথেষ্ট সাদামাটাভাবেই চলতে দেখা যায় কার্থিকে। ব্যক্তি জীবনে কার্থি ইংরেজি সাহিত্যের স্নাতক রঞ্জনী চিন্নাসামিকে বিয়ে করেছেন। ২০১৩ সালে এই দম্পতির প্রথম কন্যা সন্তান উমায়ালজন্ম নেয় এবং ২০২০ সালে এক পুত্রের জন্ম হয় যার নাম কান্ধন।

1

সম্প্রতি মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে সাফল্যের শীর্ষে অবস্থান করছেন এই অভিনেতা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাইথি’ রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। সিনেমাটি দর্শক ও সমালোচক উভয় মহলে দুর্দান্ত প্রশংসা পেয়েছে। সম্প্রতি বলিউডে এটির রিমেক করেছেন অজয় দেবগন যার নাম ‘ভোলা’। এরপর ‘সুলতান’ ও ‘সর্দার’ নামক চলচ্চিত্রগুলোও বক্স অফিসে ছিল দারুণ সফল। তামিল এই তারকাকে সামনে রাজু মুরুগান পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘জাপান’-এ দেখা যাবে। ‘জাপান’ কার্থির জন্য একটি মাইলফলক চলচ্চিত্র কারণ এটি তার ২৫তম চলচ্চিত্র। এতে আনু ইমানুয়েল, সুনীল এবং বিজয় মিল্টনও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন।

সূত্র : কইমই ডটকম

LEAVE A REPLY