নতুন গান নিয়ে হাজির নোবেল

নোবেল

ভারতের জি বাংলার সারেগামাপা তারকা মাইনুল আহসান নোবেল। আবারও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। ‘কলিজা’ শিরোনামে গানটি আজ শুক্রবার গানটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে মুক্তি পেয়েছে।

এইচ এম নিপুর কথায় গানটিতে সুর দিয়েছেন মিশকাত।

রানা আকন্দ এর সংগীত আয়োজন করেছেন। নোবেলের কলিজা গানটি নিয়ে  নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি। 

নতুন এই গান প্রসঙ্গে নোবেল বলেন, ‘মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিল।

কলিজা গানটি শোনার পর মনে হয়েছে, আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠে শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছা পোষণ করি। অবশেষে গানটি কমপ্লিট হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালোবেসে গ্রহণ করবে।

‘কলিজা’ রিলিজ হয়েছে ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে।

LEAVE A REPLY