‘জেলার’
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘জেলার’ রীতিমতো বক্স অফিসে তাণ্ডবা চালিয়েছে। বক্স অফিসে ব্যাপক আয়ের পাশাপাশি সিনেমাটি দর্শক ও সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। প্রেক্ষাগৃহে সফলভাবে নিজের যাত্রা সম্পন্ন করা জেলার এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির ওটিটি রিলিজ ডেট ঘোষণা করলো নির্মাতারা।
শনিবার (২ সেপ্টেম্বর) প্রাইম ভিডিও একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে, রজনীকান্তের ক্রাইম ড্রামা ফিল্মটি ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। মজার বিষয় হল, শাহরুখ খানের জওয়ানও একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। দর্শকরা তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় এবং হিন্দিতে প্রাইম ভিডিওতে ‘জেলার’ দেখতে পারবেন।

সিনেমাটি একজন অবসরপ্রাপ্ত জেলার টাইগার মুথুভেল পান্ডিয়ানের (রজনীকান্ত) গল্প নিয়ে তৈরি যিনি তার ছেলের খুনিদের খুঁজে বের করার জন্য একটি অভিযানে যান।
দুর্দান্ত অ্যাকশন ড্রামার সিনেমাটিতে নিজের স্টাইল আর অভিনয়ের কম্বো প্যাকে ভক্তদের দারুণ বিনোদন দিয়েছেন সুপারস্টার রজনীকান্ত।
নেলসন দিলীপকুমারের লেখা ও পরিচালনায় ‘জেলার’ ভারতীয় বক্স অফিসে ব্যাপক সাফল্য দেখিয়েছে। স্যাকনিল্ক এর মতে, থিয়েটারে প্রথম সপ্তাহে জেলার ২৩৬ কোটি আয় করেছে, দ্বিতীয় সপ্তাহে আয় করেছে ৬৩ কোটি এবং তৃতীয় সপ্তাহে ছবিটি প্রায় ৩০ কোটি টাকা। শুক্রবার ২৩তম দিনে সিনেমাটি প্রায় ১.৬০ কোটি আয় করেছে।
এখন পর্যন্ত ভারতে ৩২৯.৮৩ কোটি সংগ্রহ করেছে জেলার। রজনীকান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণান, যোগী বাবু, বিনয়কান, তামান্না সহ অন্যান্যরা।
সূত্র : পিঙ্কভিলা