ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

সারা ক্রিকেটবিশ্ব অধীর হয়ে যে ম্যাচটির জন্য অপেক্ষা করছে, সেই ম্যাচটি ঠিকঠাক মাঠে গড়াবে তো? এশিয়া কাপের মঞ্চে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিনই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, ক্যান্ডির আবহাওয়াবার্তা কোনো সুখবর দিচ্ছে না। অনেকের ছুটির দিনে জমিয়ে খেলা দেখার পরিকল্পনা রয়েছে। অনেকে হয়তো অফিসের কাজের ফাঁকে বুঝে চোখ রাখবেন মুঠোফোনে।

কিন্তু যে ম্যাচ ঘিরে এত প্রস্তুতি, সেটা আদৌ হবে তো?

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ক্যান্ডির পাল্লেকেলেতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গতকাল এই মাঠেই খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ম্যাচটিতে বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত খেলা ঠিকঠাকই হয়েছে। অল্প সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হলেও তার কোনো প্রভাব ম্যাচে পড়েনি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল শনিবারও ক্যন্ডিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খেলার সময় আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৯৪ শতাংশ!

শনিবার ক্যান্ডি শহরের তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাতাস বইবে।

৪ ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সেই দেশে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এই মডেলে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ হবে সর্বসাকুল্যে ৪টি! ফাইনালসহ বাকি ৯টি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

LEAVE A REPLY