টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ নিয়ে চলচ্চিত্র, ট্রেলার প্রকাশ

টেলর সুইফট

চলমান ‘ইরাস ট্যুর’ দিয়ে বিশ্ব মাতিয়ে চলেছেন সময়ের অন্যতম সেরা পপতারকা টেলর সুইফট। টেলরের এই মিউজিক্যাল সফরটি ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এরই মধ্যে ‘ইরাস ট্যুর’ নিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে, যা অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে। টেলরের ঐতিহাসিক মিউজিক্যাল সফরের জনপ্রিয় কনসার্টগুলো, ট্যুরের প্রভাব ও অর্থনৈতিক ইতিহাস গড়ার দৃশ্যপট উঠে আসবে এই চলচ্চিত্রে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইরাস ট্যুর কনসার্ট ফিল্ম’-এর ট্রেলার। ইরাস ট্যুর কনসার্ট ফিল্মটি হবে ইরাস ট্যুরে টেলরের পারফরম্যান্সের একটি চিত্রায়িত সংস্করণ। টেলরের ইরাস ট্যুরের একাধিক পারফরম্যান্সের সংমিশ্রণে তৈরি হয়েছে এটি। এটি তিন ঘণ্টারও বেশি সময়ের রানটাইমে তৈরি করা হয়েছে কিন্তু সুইফটের প্রচারক ট্রি পেইন ‘বিলবোর্ড’কে নিশ্চিত করেছেন যে কনসার্ট ফিল্মটির অফিশিয়াল রানটাইম দুই ঘণ্টা ৪৫ মিনিট করা হয়েছে।

1

সুইফটের ক্যারিয়ার সেরা ট্যুর এবং এক বিলিয়নেরও বেশি আয়ের রেকর্ড গড়া বিশ্বখ্যাত এই ট্যুরটি ডকুমেন্টারি আকারে ট্যুরের বিভিন্ন কনসার্টসহ ফুটিয়ে তোলা হয়েছে ফিল্মটিতে। কনসার্ট ফিল্মটি ১৩ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার নির্দিষ্ট প্রেক্ষাগৃহে প্রিমিয়ার হবে। নভেম্বর পর্যন্ত এএমসি, রিগ্যাল এবং সিনেমার্কসহ দেশের বৃহত্তম থিয়েটার চেইনগুলোতে চলবে।

ইতিমধ্যে সিনেমাটির প্রক-বিক্রয় হলিউডের বেশ কয়েকটি বড় চলচ্চিত্রকেও টপকে গেছে।

এএমসি থিয়েটারের ডিস্ট্রিবিউশনে কনসার্ট ফিল্মটি এটারর্নালসের মতো মার্ভেল সিনেমাকেও টেক্কা দিয়েছে যেটি মুক্তির আগে প্রায় ১৩ মিলিয়ন অগ্রিম টিকিট বিক্রি করেছে। ডেডলাইনের একটি নতুন প্রতিবেদন অনুসারে ‘ইরাস ট্যুর’ ফিল্মটির অগ্রিম টিকি বিক্রি প্রায় ১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY