শাহরুখ খানের সিনেমা থেকে বাদ পড়েছিল কৈলাসের গান!

বলিউডের জনপ্রিয় গায়ক কৈলাস খের। চিরাচরিত গায়কদের থেকে তিনি বরাবরই আলাদা। সুফি গানে তিনি অনন্য। ‘সাইয়া’ থেকে শুরু করে ‘তেরি দিওয়ানি’ দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কৈলাস।

বলিউডে দিয়েছেন অসংখ্য হিট গান। তবে শত সাফল্যের মাঝে কিছু আক্ষেপও রয়ে গেছে গায়কের জীবনে। যার মধ্যে অন্যতম একটি শাহরুখ খানের সিনেমা থেকে তার গান বাদ দেওয়া! যা মনে করে আজও খারাপ লাগা কাজ করে গায়কের মনে। বড় বড় নামিদামি মানুষও এমন কাজ করতে পারেন! এ যেন কিছুতেই বিশ্বাস হয় না কৈলাসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের আক্ষেপের বিষয়ে কথা বললেন কৈলাস। জানিয়েছেন, শাহরুখ খানের সুপারহিট চলচ্চিত্র ‘চালতে চালতে’-তে গান গাওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়। সিনেমায় ব্যবহার করা হয়নি তার গান!

1

কৈলাস বলেন, ‘যে গান আমায় গাইতে বলা হয়েছিল তা একটু শক্তিশালী টাইপের গান। অর্থাৎ গাইতে বেশ কসরত করতে হয়েছে।

আমি গাইলাম। বেশ খুশি ছিলাম। নিজের সবটা দিয়েই গাইলাম। কিন্তু যখন গানটি মুক্তি পেল দেখলাম যে অন্য কেউ তা গেয়েছেন। আমি কোথাও নেই! ভীষণ খারাপ লেগেছিল আমার।

জীবনের প্রথম ধাক্কাটা ওখানেই খাই।’ 

কৈলাস আরো বলেন, ‘বড় মানুষও এমন নীচু কাজ করতে পারে আমার ধারণাই ছিল না। অন্য কাউকে দিয়ে গানটা গাইয়ে নেন তারা। ওই দিন থেকে বুঝে নিয়েছিলাম, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এত ঘনিষ্ঠ হওয়া কোনো দিনই উচিত নয়।’

এরপরও কৈলাস অসংখ্য হিট গান উপহার দিয়েছেন। সময় পার হয়ে গেছে অনেক। তবুও সে দিনের বাদ পড়ার দুঃখ আজও ভোলেননি গায়ক। 

‘চালতে চালতে’ চলচ্চিত্রে শাহরুখ খানের সঙ্গে ছিলেন রানি মুখার্জি। এ ছাড়া অভিনয় করেছেন জনি লিভার, সতীশ শাহ, জ্যাস অরোরাসহ অনেকে। সিনেমাটির সংগীতের দায়িত্বে ছিলেন যতীন-ললিত ও আদেশ শ্রীবাস্তব। কৈলাস বাদ পড়লেও সিনেমাটিতে গান গেয়েছিলেন অলকা ইয়াগনিক, সোনু নিগম, উদিত নারায়ণসহ অন্য শিল্পীরা।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY