একই দিনে, একই সময়ে ক্রিকেট ও ফুটবলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। আগামীকাল ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অগ্নিপরীক্ষা। একই দিনে বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার বাহিনী। একই দিনে ম্যাচ হওয়ায় ক্রিকেটের হাওয়া গিয়ে লেগেছে ফুটবলের গায়ে।
তাই আফগান কোচ-অধিনায়ককে ক্রিকেট নিয়ে কথাও বলতে হয়েছে।
শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপে বিপদে আছে বাংলাদেশ। কাল আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারলে দেশের বিমানে উঠতে হবে। ইতিমধ্যে গতকাল শুক্রবার আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ জোনাথন ট্রট নিজেদের ফেভারিট ঘোষণা করে দিয়েছেন।
অন্যদিকে আফগান ফুটবল কোচ আব্দুল্লাহ আল মুতাইরি ক্রিকেটের খোঁজখবরও রাখেন, যা বোঝা গেল আজ।
আব্দুল্লাহ আল মুতাইরিকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট লড়াই নিয়ে। জবাবে তিনি রীতিমতো চমকে দিয়ে বলেন, ‘আমাদের ক্রিকেট দলের জন্য শুভ কামনা। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব চাপে আছে, তারা তাদের সেরা ম্যাচটা হেরে গেছে (হাসি)।
এটা তাদের জন্য অনেক বড় সমস্যা। আফগানিস্তান দুই দিক থেকেই সুবিধাজনক অবস্থায় আছে। আমরা একদমই চাপে নেই, বাংলাদেশ চাপে আছে।’
কিংস অ্যারেনায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আফগানিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ফয়সাল শায়েস্তে। তার কাছেও একই প্রশ্ন যায়।
তিনি জানান, তার দেশের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তার বন্ধুত্ব আছে। ফয়সালের ভাষায়, ‘ক্রিকেট নিয়ে শুভ কামনা, ক্রিকেট দলের কয়েকজনের আমার খুব কাছের মানুষ। জাদরান, নবী, গুরবাজদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ক্রিকেট দলকে শুভ কামনা।’