পিরোজপুরের দুই নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বৈধ : হাইকোর্ট

পিরোজপুর-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনের বৈধতা জারি করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, এম কে রহমান, মোহাম্মদ সাঈদ আহমেদ, মুস্তাফিজুর রহমান খান, নাজমুল হাসান রাকিব ও সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের পর ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী কালের কণ্ঠকে বলেন, ‘রিটকারী পক্ষের যুক্তি ছিল- পিরোজপুর-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১’-এর ৬(৩) ধারার ব্যত্যয় হয়েছে। আদালত রায়ে বলেছেন, সীমানা নির্ধারণে আইনের ব্যত্যয় হয়নি। আইনে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে, সে ক্ষমতা প্রয়োগ করেই সীমানা পুনর্নির্ধারণ করেছে।’

এ আইনজীবী বলেন, ‘রিট দুটি খারিজ হওয়ায় সংসদীয় আসন দুটির সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ১ জুনের প্রজ্ঞাপন বহাল থাকছে।

ফলে আসন দুটির সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত ইসির সিদ্ধান্ত বৈধ বলে প্রমাণিত হলো।’

পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে ছিল পিরোজপুর-১ আসন। সেখান থেকে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানি উপজেলা যুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়। ইন্দুরকানি উপজেলা আগে পিরোজপুর-২ আসনে যুক্ত ছিল।

এ উপজেলাটিকে বাদ দিয়ে নেছারাবাদ উপজেলাকে আসনটিতে অন্তর্ভুক্ত করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্বাচনী আসন পিরোজপুর-১। আর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। 

গত ১ জুন ইসির এসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা আলাদা দুটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানির পর গত ৩০ জুলাই হাইকোর্ট রুল দেন।

রুলে পিরোজপুর-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে হয়। চূড়ান্ত শুনানির পর রুল খারিজ করে রায় দিলেন উচ্চ আদালত। 

LEAVE A REPLY