পাকিস্তানে পেট্রলের দাম ছাড়াল ৩০০ রুপি

ছবি : সংগৃহীত

পাকিস্তানে পেট্রল এবং ডিজেলের দাম দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ৩০০ রুপি অতিক্রম করেছে। দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বেড়েছে। এতে পেট্রল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা। 

পাকিস্তান কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে।

সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারগুলো মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের দিকে পরিচালিত করেছে, যা সাধারণ মানুষ এবং ব্যবসার ওপর চাপ সৃষ্টি করেছে। পাকিস্তানি রুপির ক্রমাগত অবমূল্যায়ন কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়াতে বাধ্য করেছে। 

রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গেছে। চলতি বছরের শুরুতে ব্যাপক জ্বালানিসংকট দেখা দেয়।

এতে সৃষ্টি হয় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রাখা হয় বিদ্যুৎ উৎপাদন। পাশাপাশি দেখা দেয় নিত্যপণ্যের সংকট। ঘাটতি দেখা দেয় ঘি ও ভোজ্য তেলের।

সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় দুধ, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিদ্যুৎসংকটে বন্ধ হয়ে যায় টেক্সটাইল শিল্পসহ অনেক কলকারখানা।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY